রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে অভ্যন্তরীণভাবে পণ্য উৎপাদন যথেষ্ট নয়। এটা সব সমস্যার সমাধানও নয়। নিষেধাজ্ঞা সামাল দিতে মস্কো নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজছে।
বৃহস্পতিবার রাশিয়ার একদল উদ্যোক্তার সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট পুতিন বলেন, আমদানির বিকল্পই একমাত্র সমাধান নয়। আমরা আমদানি সম্পূর্ণভাবে প্রতিস্থাপনের চেষ্টা করছি না। যাদের সঙ্গে সম্ভব রাশিয়া তাদের সঙ্গে অবশ্যই সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। এ সময় রুশ প্রেসিডেন্ট বলেন, অতি গুরুত্বপূর্ণ প্রযুক্তি আমাদের নিজেদের থাকতে হবে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়ার তরুণ উদ্যোক্তা দল পুতিনের কাছে ভ্যাকসিন উন্নয়নে আমদানি পণ্যের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর পর যুক্তরাষ্ট্র পশ্চিমা মিত্র দেশগুলো সঙ্গে নিয়ে মস্কোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে। রাশিয়ার ঔষুধ শিল্প ব্যাপকভাবে আমদানির ওপর নির্ভরশীল। গত এপ্রিলে আমদানি নিষেধাজ্ঞার ধাক্কা সামাল দিতে রুশ কর্তৃপক্ষ তিনটি ওষুধ কারখানা নির্মাণ করেছে বলে জানায়।
বিডিপ্রতিদিন/কবিরুল