বগুড়ায় নৌকার পক্ষে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে ছাত্রলীগ। বৃহস্পতিবার দিনব্যাপী নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর রহমানের (আলম) নির্বাচনী প্রচারণা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের নির্দেশনায় বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজার রহমানের নেতৃত্বে দিনভর এসব প্রচার-প্রচারণা চলে। এ সময় সুখানপুকুর ইউনিয়নের বিভিন্ন স্থানে শেখ হাসিনার উন্নয়নের বার্তা বহন করে সর্বস্তরের জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করা হয়।
নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান, সুখানপুকুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, সুখানপুকুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজিজুল ইসলাম আজিজ, সাধারণ সম্পাদক নিবিড় চন্দ্র রায়, নেপালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিউটন মিয়া, নাড়ুয়ামালা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, ছাত্রলীগ নেতা সিদ্ধার্থ কুমার দাস, মিল্লাত হোসেন, সাদিকুল ইসলাম শুভ, মেহেদী হাসান রাজন ও বাবলা প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই