টাঙ্গাইলের সখীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা মিলনায়তনে ‘গীতিকবি শিল্পী সংসদ’র আয়োজনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে এ জন্মজয়ন্তী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রশাসক ও একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি।
চর্যাপদ গবেষক ও প্রফেসর আলীম মাহমুদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার ও গীতিকবি শিল্পী সংসদের সভাপতি এম এ হাশেম প্রমুখ।
এসময় বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন এপাড়-ওপাড় বাংলার আবৃত্তি শিল্পী টিটু মুন্সি। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন, গীতিনৃত্য ও সংকলন প্রকাশ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই