‘আর নয় সড়কে মৃত্যু, শান্তি নিরাপদ হোক পথচারী ও পথচলা’ এই স্লোগান সামনে রেখে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, বাইপাস ও নিরাপদ সড়কের দাবিতে ঘন্টাব্যাপী মানবন্ধন করেছে নিরাপদ সড়ক চাই আন্দোলন-নিসচাসহ ফুলবাড়ীবাসী।
আজ শুক্রবার দুপুর ২টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) ফুলবাড়ী শাখার সহযোগিতায় দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ফুলবাড়ীবাসীর ব্যানারে স্থানীয় নিমতলা মোড়ে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দিনাজপুরের ফুলবাড়ী শহরের যত্রতত্র রিক্সা-ভ্যানসহ অন্যান্য গাড়ি দাঁড় করানো বন্ধ করতে হবে, সড়কের ঝুঁকিপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করে গতি নিয়ন্ত্রক দিতে হবে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করাসহ বাইপাস সড়ক নির্মাণের দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ফুলবাড়ী শাখার সভাপতি মো.খাজানুর হায়দার লিমন, সাধারণ সম্পাদক মো. মানিক মন্ডল, সচেতন নাগরিক সমাজ এর সাধারণ সম্পাদক মো.হামিদুল ইসলাম, সড়ক দুর্ঘটনায় নিহত সবুজের বড় বোন রুবাইয়া অনু, শ্রমিক নেতা মো. মনতাজ হোসেন, হাবিপ্রবির শিক্ষার্থী ফিয়াজ আহম্মেদ ও ফয়সাল আহম্মেদ।
বিডি প্রতিদিন/নাজমুল