বেনাপোলে সাজু হোসেন (৩০) নামে এক যুবক গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১০ জুন) ভোরে উপজেলার নাভারণ দ: বুরুজ বাগান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজু হোসেন ওই গ্রামের আব্দুল আলিমের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় বাড়ির পাশেই বাঁশ বাগানে বাঁশের সাথে উড়না পেচিয়ে সে আত্মহত্যা করে। তবে মৃত্যুর সঠিক কোনো কারণ বলতে পারেনি নিহত সাজুর পরিবার।
এ বিষয়ে শার্শা থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম বলেন, আত্মহত্যার খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং লাশ পোস্টমর্টের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা পক্রিয়াধীন রয়েছে। পোস্টমর্টেমের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল