করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চাকা ঘুরলো ঢাকা কোলকাতার মধ্যে চলাচলকারী সরাসরি বাস সার্ভিসের।
প্রায় দুই বছর বন্ধ থাকার পর আজ শুক্রবার ২৪ জন যাত্রী নিয়ে সকাল ৭টায় ঢাকার কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে বাসটি ছেড়ে আসে। দুপুর সাড়ে ৩ টার দিকে বেনাপোল চেকপোস্টে আন্তর্জাতিক বাস টার্মিনালে এসে পৌঁছায় বাসটি।
বহরের দ্বিতীয় বাসটিও আজ রাতে ঢাকা থেকে ছেড়ে শনিবার (১১জুন) সকালে বেনাপোল এসে বেনাপোল পৌঁছাবে বলে জানিয়েছেন, শ্যামলী এন্টারপ্রাইজের বেনাপোল অফিসের ম্যানেজার বাবু রহমান জানান।
আজকে প্রথম বহরে ঢাকা থেকে কলকাতাগামী যাত্রীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল বন্দরের উপ পরিচালক। পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/নাজমুল