হবিগঞ্জের বানিয়াচংয়ে ছেলের মাছ ধরা দেখতে গিয়ে প্রাণ গেল পিতা মানিক মিয়ার (৫৫)। আজ বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ বানিয়াচং সড়কের শুটকি ব্রিজ এলাকায় মোটরসাইকেলের মিনি ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন।
জানা গেছে, নিহত মানিক মিয়া উপজেলার কাতুকর্নপাড়া মহল্লার মৃত ছমেদ মিয়ার ছেলে। বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, মানিক মিয়া নামে ওই ব্যক্তির পুত্র শুকটি ব্রিজ এলাকায় জাল দিয়ে মাছ ধরছিল। এক পর্যায়ে শখের বসে ছেলের মাছ ধরার দৃশ্য দেখতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। পথিমধ্যে শুটকি ব্রিজের কাছাকাছি পৌঁছলে একটি মিনি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে স্বজনরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/শফিক