চাঁপাইনবাবগঞ্জের পৃথক দু’টি স্থানে কিশোরসহ দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটি মোন্নাপাড়া মহল্লার মো. রমজান আলীর ছেলে নুর আলম মায়ের কাছে টাকা চাইলে তার মা টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে আত্মহত্যা করে সে। শুক্রবার খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নুর আলমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
অপরদিকে শুক্রবার সকাল ৯টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোসালডিহি গ্রামের মৃত আরমান দেওয়ানের ছেলে প্রতিবন্ধী আনসার ওরফে সাহ আলাল (৫৫) এর মরদেহ পার্শ্ববর্তী আমবাগানের গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, সাহ আলাল প্রতিবন্ধী হওয়ায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতো এবং বারোঘরিয়ার কাজিপাড়ায় তার শশুর বাবলু শেখের বাড়িতে বসবাস করতো।
সদর মডেল থানার ওসি (অপারেশন) মাহফুজুল হক চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং এ ব্যাপারে সদর মডেল থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম