ঝিনাইদহের মহেশপুরে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। উপজেলার মদনপুর গ্রামের মাঠে মনির খান ফ্যানস ক্লাবের আয়োজনে খেলা অনুষ্ঠিত হয়। যুব সমাজকে সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারায় ফিরিয়ে আনতেই এই আয়োজন বলে জানায় আয়োজকরা।
শুক্রবার দুপুরের পর থেকে মহেশপুরের মদনপুর গ্রামের মাঠে জড়ো হয় হাজার হাজার দর্শক। বিকেল ৫টায় সকল আনুষ্ঠানিকতা শেষে মাঠে গড়ায় বল। মাদকবিরোধী এই ফুটবল টুর্নামেন্টের মুখোমুখি হয় কালীগঞ্জের পুকুরিয়া ফুটবল একাদশ বনাম কোটচাঁদপুরের কাশিপুর ফুটবল একাদশ।
খেলা শুরুর ৩৪ মিনিটের মাথায় পুকুরিয়া ফুটবল একাদশের খেলোয়াড় রহমান প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেয়। গোল দেওয়ার পর তা পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে কোটচাঁদপুরের কাশিপুর ফুটবল একাদশের খেলোয়াড়রা। তবে রক্ষণভাগ দুর্বল হওয়ায় ৩৬ মিনিটের মাথায় কায়েস নামের খেলোয়াড় আরও একটি গোল দিয়ে ২-০ গোলে দলকে এগিয়ে নেয়। এরপর চলে গোল পরিশোধ ও তা রুখে দেওয়ার লড়াই। শেষ পর্যন্ত গোল পরিশোধ করতে না পারায় চ্যাম্পিয়ন হয় পুকুরিয়া ফুটবল একাদশ।
দীর্ঘদিন পর ফুটবল খেলার আয়োজন দেখতে পেয়ে খুশি দর্শকরা। এমন আয়োজন নিয়মিত করার দাবি তাদের। তবে বিভিন্ন স্থানে সর্বস্তরের মানুষের প্রচেষ্টায় এমন খেলার আয়োজন করা দরকার বলে মনে করেন মহেশপুর থানার ওসি সেলিম মিয়া।
যুব সমাজকে ধমকিয়ে নই, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে। এ উদ্দেশ্যেই খেলার আয়োজন করা হয়েছে বলে মনে করেন কণ্ঠশিল্পী মনির খান।
উল্লেখ্য, গত ৫ জুলাই থেকে খেলা শুরু হয়। টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার আটটি ফুটবল দল অংশ নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বিডি প্রতিদিন/এমআই