মহাসড়কের অতিরিক্ত গাড়ির চাপ ও এলেঙ্গায় দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থেকে হাটিকুমুরুল গোলচত্বর পর্যন্ত ১৯ কিলোমিটার এলাকায় কখনো তীব্র আবার কখনো থেমে যানজট শুরু হয়েছে। শুক্রবার দুপুরের পর থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। প্রচণ্ড গরমে সকলেই গাড়িতে হাঁসফাঁস করতে শুরু করে। বিশেষ করে বয়োবৃদ্ধ নারী-পুরুষ ও শিশুরা প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে।
বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, মহাসড়কের প্রচুর গাড়ির চাপতো রয়েছেই তার উপর এলেঙ্গায় একটি দুর্ঘটনার কারণে সেতুর পশ্চিমপাড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। কখনো তীব্র আবার কখনো থেমে যানজট সৃষ্টি হচ্ছে। তবে পুলিশ যানজন নিরসনে কাজ করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/আরাফাত