হবিগঞ্জের বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে দুলাল মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দুলাল সাতকাপন ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে। সংঘর্ষে গুরুতর আহত হয়েছে আরও ২০ জন। বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার সাতকাপন ইউনিয়নের গোসাই বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শংকরপুর গ্রামের মাস্টার বাড়ি গোষ্ঠী ও রশিদের গোষ্ঠীর মধ্যে বাঁশ কাটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় গোসাই বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দুলাল মিয়ার বুকে প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে দুলালকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে গুরুতর আহত একই গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে কাজল মিয়া (৪৫), মৃত মুনছব উল্লাহর ছেলে শফিক মিয়া (৫০) ও আকবর আলীর ছেলে শাহজাহান মিয়া (৪২) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও মৃত মুনছব উল্লার ছেলে বশির মিয়া (৪৫) এবং জালাল উদ্দিনের ছেলে তোফায়েল (১৯) কে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান সংঘর্ষে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর শনিবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম