নেত্রকোনায় গণমাধ্যমকর্মীদের নিয়ে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক এতে অংশ নেন।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বি এম এস এফ) এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণ সমন্বয়ক সাংবাদিক আলপনা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
অনুষ্ঠানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব, বাসসের সিনিয়র সাংবাদিক খাইরুজ্জামান কামাল ও জেলা প্রেসক্লাবের সম্পাদক এম মুখলেছুর রহমান খান।
প্রশিক্ষণ কর্মশালায় সর্বজনীন মানবাধিকার সনদ, নারী অধিকার সনদ, শিশু অধিকার সনদ সম্পর্কে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক শাহনাজ পলি ও ডেইলি সানের সিনিয়র রিপোর্টার আহমদ উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘দেশের সার্বিক উন্নয়ন ও সুশীল সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ সবসময় মানুষকে সমৃদ্ধ করে। আপনারা মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেদের আরও বেশি দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে এ অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে আরও বেশি বেশি সংবাদ প্রচার করবেন। এতে করে সরকার ও প্রশাসন মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে আরও বেশি অবদান রাখতে সক্ষম হবে।’
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ