ঝড়ের কবলে পড়ে নিখোঁজ, পরিবারে অনিশ্চয়তা আর দুশ্চিন্তার কালস্রোত। এভাবেই কেটে গেছে সপ্তাখানেক। তবে এবার সেই অনিশ্চয়তার অমানিশা কেটে গেছে। নিখোঁজ হওয়ার আট দিন পর বাড়ি ফিরেছেন ভোলার চরফ্যাশনের ১৩ জেলে।
আজ বৃহস্পতিবার দুপুরে চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের ১৩ জেলে জীবিত এবং সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসেন। আর তাদের এমন ফিরে আসায় পরিবারে স্বস্তি ফিরেছে।
ফিরে আসা ট্রলারের মালিক বারেক মাঝি জানান, ঝড়ের কবলে পড়ে ১৩ জেলেসহ তার ট্রলারটি সুন্দরবনের মধ্যে গিয়ে ওঠে। একসময় পানি কমে যাওয়ায় বনের মধ্যে ট্রলার আটকে যায়। সেখানে নেটওয়ার্ক না থাকায় তারা যোগাযোগ বিচ্ছিন্ন পড়ে জেলেরা। পরে অপর একটি ট্রলার তাদেরকে দেখতে পেয়ে টেনে সাগরে নামিয়ে দেয়। বুধবার নেটওয়ার্কের মধ্যে আসার পর তারা স্বজনদের সাথে যোগাযোগ করেন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান গণমাধ্যমকে জানান, নিখোঁজ ১৩ জেলে ফিরে আসায় তাদের পরিবারে স্বস্তি ফিরে এসেছে।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের বারেক মাঝির মালিকানাধীন ‘লামিয়’ নামের মাছ ধরার ট্রলারটি ১৩ জেলে নিয়ে নিখোঁজ হয়েছিল।
বিডি প্রতিদিন/নাজমুল