বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচনে জনগণের ভোটাধিকার থাকে না, জনগণের রায়ের প্রতিফলন ঘটে না, সেকারণেই আওয়ামী লীগের অধীনে বিএনপি ও জনগণ নির্বাচন চায় না। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নিরপেক্ষ সরকারের বিকল্প নাই।
বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর জেলা সদর উপজেলার ঘোড়াঘাট ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স।
বিক্ষোভ সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, ছলে বলে কৌশলে আওয়ামী লীগ নিজেদের অধীনে আবারও প্রহসনের নির্বাচন করতে চায়। আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। জনগণ জনদুর্ভোগ সৃষ্টিকারী সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। আওয়ামী সরকারের অধীনে নির্বাচন হলে সরকার পরিবর্তন দূরে থাক, জনগণ ভোট কেন্দ্রেই যেতে পারবে না।
তিনি আরও বলেন, অধিকাংশ রাজনৈতিক দলের আপত্তি উপেক্ষা করে সরকারের নির্দেশনায় ১৫০ আসনে ইভিএমে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে ইসি জানিয়ে দিয়েছে তারা আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।
ইভিএম ভোট কারচুপির যন্ত্র উল্লেখ করে তিনি বলেন, ষড়যন্ত্রের নির্বাচন হতে দেয়া হবে না। গ্রামে গঞ্জে আন্দোলনে জনজোয়ার সৃষ্টি হয়েছে। জনদুর্ভোগের বিরুদ্ধে চলমান আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হবে।
ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া চেয়ারম্যানের সঞ্চালনায় ভারোয়াখালী বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এড. ওয়ারেস আলী মামুন, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, সাবেক যুগ্ম সম্পাদক মোকসেদুর রহমান হারুন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন