পঞ্চগড়ে জমিতে হালচাষকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছে। গুরুতর আহত দুজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার আটোয়ারী উপজেলার সাতখামার গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন সমিজউদ্দিনের পুত্র মনসুরুল হক (৭০), তার ছোট ভাই বাবুল হক (৫০) এবং সাবেক ইউপি সদস্য সৈয়দ আলী (৬৫) আহত হন। এদের মধ্যে মনসুরুল হক ও বাবুল হককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের মিজানুর রহমান গংদের সঙ্গে টিপু সুলতান গংদের একশত একর জমির মধ্যে একশত বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার দুপুরে মিজানুর রহমান গংরা ট্রাক্টর দিয়ে হালচাষ শুরু করলে টিপু সুলতান গংরা বাধা দেয়। এসময় বাঁধা উপেক্ষা করে হালচাষ অব্যাহত রাখলে টিপু সুলতান গংরা দেশীয় অস্ত্রশস্ত্র ও তির ধনুক নিয়ে তাদের উপর হামলা চালায়। প্রতিপক্ষের হামলায় মিজানুর রহমান গংদের চারজন আহত হয় এবং দুটি ট্রাক্টর ভাংচুর করা হয়। খবর পেয়ে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান সুজা, আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মূকর্তা মো. সোহেল রানা, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মূকর্তা সুজয় কুমারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ