পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিএনপি অফিসে হামলা ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান খান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনিসহ উপজেলা বিএনপির অন্যান্য সদস্যরা দলীয় অফিসে বসে দলীয় কার্যক্রম করছিল। এসময়ে ছাত্রলীগের একটি মিছিল অতর্কিত হামলা চালিয়ে অফিসের চেয়ার ভাঙচুর করে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন গলাচিপা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফ আহম্মেদ আসিফ। তিনি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির অফিস ভাঙচুর করেনি। স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ওই অফিসে কখনো বসে না, অফিসটা সবসময় তালাবদ্ধ থাকে।
ছাত্রলীগ সভাপতি আরও বলেন, জেলা বিএনপির নেতা শাহজাহান খানের সাথে স্থানীয় বিএনপি নেতাদের চরম বিরোধ চলছে। হয়ত এ কারণেই বিএনপির লোকেরা বিএনপি অফিস ভাঙচুর করে ছাত্রলীগের ওপর দোষ চাপাচ্ছে।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, হামলার কোনো তথ্য তার কাছে নেই। এ ব্যাপারে কেউ অভিযোগও করেনি।
বিডি প্রতিদিন/এমআই