ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার পাতিবিলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে পাতিবিলা এলাকার সাদিয়া ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ওলিয়ার রহমান ও শিপন হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ