পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভারত থেকে চোরাকারবারির মাধ্যমে আসা সাতটি ভারতীয় বলদ গরু উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ আগস্ট) তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ সীমান্ত এলাকা থেকে বড় আকারের এসব গরু উদ্ধার করা হয়। এসময় গরু চোরাকারবারিদের আটক করতে পারেনি বিজিবি।
পঞ্চগড়-১৮ বিজিবি সূত্র জানায়, প্রতিদিনের মত গত বুধবার রাত থেকে ভোর পর্যন্ত সীমান্তের ওই এলাকায় বিজিবি সদস্যদের টহল চলছিল। চোরাকারবারিরা ভারত থেকে সাতটি গরু নিয়ে পঞ্চগড়-১৮ বিজিবির আওতাধীন পেদিয়াগছ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবির টহল বুঝতে পেরে গরু রেখে পালিয়ে যান চোরাকারবারিরা। পরে টহলরত বিজিবি সদস্য এসব গরু উদ্ধার করে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহফুজুল হক বলেন, যে কোনও পাচার বা চোরাকারবারি ঠেকাতে সীমান্তে আমাদের বিজিবি সদস্যদের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ভোরে পেদিয়াগছ সীমান্তে পাচারের সময় ভারতীয় সাতটি গরু উদ্ধার করা হয়। পরে নিয়মানুযায়ী উদ্ধারকৃত গরু জব্দ তালিকা করে স্থানীয় শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ