ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ওয়ারেন্টভুক্ত আরও দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- রুমানা বেগম (২৫), তাছলিমা বেগম (২৩), পরোয়ানাভুক্ত আসামি নুর আলম প্রকাশ বাবু ও মো. হেলাল মিয়া।
আজ শুক্রবার সকালে আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
তিনি আরও জানান, আসামিদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।মাদক ব্যবসায়ীদের ধরতে এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ