সুনামগঞ্জের দিরাই উপজেলার লৌলারচর এলাকা থেকে অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোরে উপজেলার চরনারচর ইউনিয়নের লৌলারচর গ্রামে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন- মহেশ দাস, রঞ্জিত দাস, সুদীন দাস, মঞ্জু মিয়া, আনোয়ার হোসেন, রাসেল মিয়া, মুহিদুল মেম্বার।
পুলিশ জানায়, আটককৃতরা গ্রামের একটি ঘরে তাস দিয়ে জুয়া খেলছিল ও মাদকসেবন করছিল। এসময় তাদের আটক করা হয়। তাদের মধ্যে মুহিদুল মেম্বারের বাড়ি শাল্লা উপজেলায় ও বাকিদের বাড়ি লৌলারচর গ্রামে।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ