জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরে বিনামূল্যে শ্রমিকদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। জাতীয় পরিবহন শ্রমিক লীগের জেলা কমিটির উদ্যোগে শুক্রবার দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মো. নাছির, মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মাহমুদা বেগম, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ জামান, পৌর কাউন্সিলর নুরুল ইসলাম মোল্লা প্রমুখ।
কর্মসূচিতে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় কয়েকশ শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ঢাকায় অবস্থিত প্রাইম জেনারেল হাসপাতালের সৌজন্যে এ কার্যক্রম পরিচালিত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল