চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খেলার মাঠে গুচ্ছগ্রাম না করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে রানীনগর চাক্কীপাড়া গ্রামে রানীনগর পারচৌকা ছাত্র, যুব সমাজ ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করা হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রাণীনগর চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাসান আলী, বীর মুক্তিযোদ্ধা মজলুর রহমান, ইউপি সদস্য মইনুর রহমান, জেম আলী, অভিভাবক আতিকুর রহমান, সাবেক ছাত্রনেতা কুরবান আলী, মোশারফ হোসেন ফিটু, শিক্ষক জিয়াউর রহমান, শিক্ষার্থী সিরাজ উদ্দিন, আরমান আলী, আরাফাত আলিসহ অন্যরা।
বিডি প্রতিদিন/এএ