পুলিশের বিশেষ অভিযানে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে গেল ২৪ ঘণ্টায় ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারি কমিশনার (মিডিয়া) মো: আবু সায়েম নয়ন শুক্রবার জানান, বৃহস্পতিবার রাতে সুকেীশলে কোকের সঙ্গে নেশাজাতীয় কিছু মিশিয়ে খাইয়ে চালককে অজ্ঞান করে পিকআপ ভ্যান ছিনতাই হওয়ার খবর পেয়ে জিএমপির সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চালককে উদ্ধার করে। পরে তার দেয়া তথ্যমতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পিকআপটির অবস্থান শনাক্ত করে তা গাজীপুরের কালিয়াকৈর থানার ফুলপুর এলাকা থেকে পিকআপটি উদ্ধার করা হয়। পিকআপ ছিনতাইয়ের সঙ্গে যুক্ত মোহাম্মদ লিখন (২৭), মো. শরীফ (২২), মোহাম্মদ সিয়াম (১৯), মোহাম্মদ রুবাইয়াত আল মাহমুদ ওরফে রোজেলকে (১৯) গ্রেফতার করা হয়।
একই রাতে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ইটাহাটা বারবৈকা রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে বাসন থানা পুলিশ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-মো: সেলিম মিয়া (২১), রোহান ইসলাম (২৩), মো: সিফাত ওরফে শিপু (২৩), মো: আরিফুল ইসলাম আরিফ (২৩), মো: বাবু মিয়া (২০), মো: শামীম (২১)। এসময় তাদের কাছ থেকে ২টি চাপাতি, ২টি চাকু, ১টি খেলনা পিস্তল, ১টি লোহার রড উদ্ধার করা হয়।
এছাড়া ওই রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে জিএমপির কোনাবাড়ী থানা পুলিশ ৭৯ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করে। প্রত্যেকটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এছাড়াও একই রাতে বিভিন্ন থানার ওয়ারেন্টভুক্ত আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। জিএমপি পুলিশ কমিশনারের নিদের্শনা অনুযায়ী মাদক বিরোধী অভিযান ও অন্যান্য অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/এএ