কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি ৬ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ১ লক্ষ পিস ইয়াবা ও ৮০ কেজি জালসহ পাচারকাজে ব্যবহৃত ইঞ্জিন নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার ভোররাত উপজেলার শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া নৌ-ঘাট এলাকা একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে এসব ইয়াবা,জাল ইঞ্জিন চালিত নৌকা করা হয়েছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামা যায় যে, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীর দ্বীপ বিওপির বিআরএম ৪ হতে আনুমানিক ৪৫০ মিটার পূর্ব দিকে জালিয়া পাড়া নামক এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকায় মাদকদ্রব্যের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে লুকায়িত রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর হতে চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত স্থানে গমণ করে ঘাটে বাধা নৌকায় তল্লাশী কার্যক্রম পরিচালনা শুরু করে। কিছুক্ষণ পর গোপন সূত্র অনুযায়ী বিভিন্ন রং এর পতাকা লাগানো একটি নৌকায় ব্যাপক তল্লাশী পর নৌকার পাতাঠনের নীচে মাছ ধরার জালের ভিতর অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। উক্ত বস্তার ভিতর থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮০ কেজি জাল জব্দ করতে সক্ষম হয়। এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে ইঞ্জিন চালিত কাঠের নৌকাটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা, জাল এবং ইঞ্জিন চালিত কাঠের নৌকার মূল্য ৩ কোটি ৬ লক্ষ ২০ হাজার টাকা।
বিডি প্রতিদিন/এএ