গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেলের ধাক্কায় শ্রীদাম চন্দ্র সরকার নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মাঝুখান বাজার এলাকায় সড়ক অতিক্রম করার সময় দ্রুতগতির একটি মটরসাইকেলের ধাক্কায় তিনি মারা যান।
নিহত হলেন উপজেলার আমদাইর এলাকার মৃত দেবেন্দ্র চন্দ্র সরকারের ছেলে শিক্ষক শ্রীদাম চন্দ্র সরকার (৫৮)। তিনি আমদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্কুল শিক্ষক শ্রীদাম চন্দ্র সরকার বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়ীর পাশে মাঝুখান বাজারের একটি চায়ের দোকানে চা পান করেন। চা পান শেষে তিনি ওই বাজারের উপর দিয়ে চলে যাওয়া সফিপুর-মাঝুখান সড়ক অতিক্রম করছিলেন। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকের কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম আমদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রীদাম চন্দ্র সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএ