বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেছেন, জাতীয় সংসদে জনগণের সমস্যা নিয়ে কোন কথা হয় না। তাই বিএনপি রাজপথেই জনগণের সংসদ স্থাপন করেছে। রাজপথ থেকেই জনগনের সমস্যার সমাধান বের করতে হবে।
জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি ও ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার প্রতিবাদে যশোর সদর উপজেলা বিএনপি লেবুতলা বাজারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপির সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপির আহবায়ক নার্গিস বেগম, সদস্য সচিব এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বক্তৃতা করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল লেবুতলা বাজার থেকে খাজুরা বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্থানীয় বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
বিডি প্রতিদিন/এএ