৩ মার্চ, ২০২৩ ২১:০৫

দুই ভাইকে কুপিয়ে হত্যা; প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

দুই ভাইকে কুপিয়ে হত্যা; প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই ভাইকে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। এই ঘটনায় ‘খুনিদের ফাঁসি চাই’ বলে শ্লোগান দিয়েছেন বিক্ষুব্ধরা।
 
শুক্রবার দুপুর পৌনে ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মহাসড়কের কাঁচপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন তারা। এতে মহাসড়কের একপাশে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সোনারগাঁ থানা পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে। পরবর্তীতে বিক্ষোভকারীরা মহাসড়কের অবরোধ তুলে নেন।
 
মানববন্ধনে এলাকাবাসী আলী নূর বলেন, ৬ দিন অতিবাহিত হয়ে গেলে এখনো আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমরা অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে তাদের ফাঁসি দেওয়ার দাবি জানাচ্ছি।
 
মানববন্ধনে নিহত আসলাম সানির স্ত্রী সোনিয়া আক্তার বলেন, আমার স্বামীর খুনিদের ফাঁসি চাই। আমার মতো কেউ যেন বিধবা না হয়। সবাইকে আমার পাশে এসে দাঁড়ানোর অনুরোধ করছি।
 
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে আমরা কাজ করছি। যত দ্রুত সম্ভব আমরা তাদের আইনের আওতায় আনবো।
 
উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার কাঁচপুর পাঁচপাড়া এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মেজো ছেলে রফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
 
 
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর