কক্সবাজারের টেকনাফে পেটের ভেতর ইয়াবার পোটলা বিস্ফোরণে মাসুদ রানা প্রকাশ ইদ্রিস পাটোয়ারী (৩০) নামে এক যুবক মারা গেছে বলে অভিযোগ উঠেছে। নিহত যুবক রাজবাড়ী জেলার আলীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মান্নান বেপারীর ছেলে।
সোমবার রাত ৯টার দিকে টেকনাফ সাবরাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলীর ডেইলের একটি ভাড়া বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম।
ভাড়া বাসার মালিক বজনশীল স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ৩ বছর আগে টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার অটোরিক্সা চালক মো. আজিজকে তারা এ ঘরটি ভাড়া দেন। উক্ত ঘরে মাসুদ রানা প্রকাশ ইদ্রিস পাটোয়ারী নামের ওই যুবক মাঝে মধ্যে আসা-যাওয়া করতো। সবর্শেষ সোমবার রাত ৯টার দিকে তার ভাড়া বাসায় আসে। সে জানতে পারে ওই যুবক পেটের ভেতর ইয়াবা বহন করার কারণে পেটে ইয়াবার পোটলা বিস্ফোরণ ঘটলে ওই যুবকের মৃত্যু হয় বলে তিনি জানায়।এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/এএ