নানা বাড়িতে বেড়াতে এসে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম আতিকুর রহমান (২৭)। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার নিজাই খামার গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের আউদিয়ার পাড় গ্রামের আছিম উদ্দিনের ছেলে আতিকুর রহমান (২৭) উলিপুর পৌর এলাকার নিজাই খামার গ্রামে নানা হবিবর রহমানের বাড়িতে এসে আম পাড়তে গাছে ওঠেন। গাছের পাশে থাকা ১১ হাজার ভোল্টেজ বিদ্যুতের তার গাছের ডালে লেগে ছিল। কিন্তু সে আম পারতে গিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন তারে লেগে বিদ্যুতায়িত হওয়া গাছের স্পর্শেই ঘটনাস্থলেই আতিকুর মারা যান।
পরে স্থানীয়রা তার মরদেহ গাছ থেকে নামিয়ে তার নানা বাড়ি নেয়। পরে তার মরদেহ সন্ধ্যায় নিজ বাড়ি আউদিয়ার পাড়ে নিয়ে যাওয়া হয়।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/নাজমুল