নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইউসুফ আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুন) সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খেকি পাড়া এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।
এদিকে স্থানীয়রা জানায়, সোমবার সকাল থেকে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছিলো। ঘুম থেকে উঠে শখের বসে বৃষ্টিতে ভিজতে ভিজতে করতোয়া নদীতে মাছ মারতে গেলে বজ্রপাতে গুরুত্বর আহত হয়ে নদীর বালুতে পড়ে যায় ইউসুফ আলী। এরপর আশপাশে থাকা লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করে।
সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত ইউসুফ আলী একই এলাকার মৃত নজিবদ্দীনের ছেলে। পেশায় তিনি একজন পাথর ব্যবসায়ী ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ