ফরিদপুরের চরভদ্রাসনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা কৃষি দপ্তরের সামনে এ উপকরণ বিতরণ করা হয়। উপজেলার চারশত কৃষকের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোর্শেদ, অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ বিন ইয়ামিন (উদ্ভিদ সংরক্ষণ) খামারবাড়ী ফরিদপুর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, ফরিদা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জেল হোসেন বলেন, উপজেলার চারশত ক্ষুদ্র ও প্রান্তিকক চাষীদের প্রতিজনকে পাঁচ কেজি উফশী ধানের বীজ, দশ কেজি ডিএপি, দশ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ