ময়মনসিংহের তারাকান্দায় ১০৭ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেলের দিকনির্দেশনায় এসআই রায়হানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার মালিডাংগা, গজহরপুর ও কোদালিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় এসআই জিল্লুর, এএসআই নজরুল, এএসআই সুজন ও সঙ্গীয় ফোর্স তার সাথে ছিলেন।
গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন মো: বাবুল মিয়া (৪৫), মো: হাবিবুল্লাহ (২০) ও হামিদা খাতুন (৪০)। আর একাধিক মাদক মামলার তালিকাভুক্ত আসামি লিটন মিয়ান (৩৮), মো: শামীম মিয়া (২৮) ও মো: মমরুজ আলীকে (৪৫) ১০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের সোহেল বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে আজ সোমবার দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ