পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে সিভিল সার্জন ডা. রফিকুল হাসান রিমন এই কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. এসআইএম রাজিউল করিম ও জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান লাবু উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন জানান, পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় এক লাখ ৬০ হাজার ৪৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৮ হাজার ৫০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৪২ হাজার ৪২২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এজন্য এক হাজার ৭৭টি কেন্দ্রে দুই হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবী সার্বক্ষণিক কাজ করছে। ভিটামিন ‘এ’ প্লাস কর্মসূচি সফল করতে জেলা-উপজেলা, ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ হাটবাজারে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই