গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে রোহান নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রোহান ওই গ্রামের রনি মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা ও স্থানীয়রা জানান, বিকেলে সবার অজান্তে রোহান পুুকুরের পানিতে পরে যায়। রোহানকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ীর পাশের পুকুরে নেমে খোঁজা শুরু করেন। পরে পুকুরেই রোহানের মরদেহ খুঁজে পায় পরিবারের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু রুশদ মো. শরিফুল ইসলাম জর্জ।বিডি প্রতিদিন/এএম