২ ফেব্রুয়ারি, ২০২৪ ২০:২১

বরগুনায় জলাভূমি রক্ষার দাবিতে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি

বরগুনায় জলাভূমি রক্ষার দাবিতে মানববন্ধন

বরগুনার পাথরঘাটায় জলাভূমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে পাথরঘাটা পৌর শহরের প্রাণ কেন্দ্র মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন দিঘির পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সহ সমন্বয়ক মেহেদী শিকদার, অ্যাডভোকেট টিটপ কুমার বিটুল, অবসরপ্রাপ্ত শিক্ষক সন্তোষ কুমার, ব্যবসায়ী শ্রী রাজেশ্যাম, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক পরিবেশকর্মী সাংবাদিক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

বক্তারা পাথরঘাটা পৌর শহরের সকল দিঘি, জলাভূমি উদ্ধারসহ পরিবেশ রক্ষার দাবি জানান। দ্রুত পাথরঘাটা পৌর শহরের পরিবেশ রক্ষার ব্যবস্থা না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেন। 

বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা বলেন, পাথরঘাটা পৌরসভার যতগুলো জলাভূমি রয়েছে যা বেদখল বা পরিবেশের জন্য হুমকি স্বরূপ সেগুলো উন্মুক্ত করা হবে শিগগিরই। পরিবেশ ধংস হয় এমন কোনো কাজে সমর্থন করা হবে না।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর