২৭ মে, ২০২৪ ১৫:১৬

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নারায়ণগঞ্জ শহরে হাঁটু পানি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নারায়ণগঞ্জ শহরে হাঁটু পানি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিপাতে পানির নিচে তলিয়ে গেছে নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর শতাধিক এলাকা। শহরের প্রধান প্রধান সড়কে হাঁটু পানি জমেছে। এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকাসহ শহরতলীর কয়েকটি এলাকার অলি-গলি জলমগ্ন হয়ে পড়েছে। সোমবার সকাল থেকে নারায়ণগঞ্জ নগরীসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় এ চিত্র।

সরেজমিনে দেখা যায়, থেমে থেমে ও মুষলধারে বৃষ্টির কারণে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক পানির নিচে তলিয়ে গেছে। শহরের আশপাশের এলাকাসহ অলি-গলিতে হাঁটু সমান পানি জমে রয়েছে। শহরতলীর গলাচিপা, মাসদাইরসহ, খানুপর ডনচেম্বার, মিশনপাড়াসহ অনেক এলাকায় হাঁটু পানিতে তলিয়ে গেছে। সাধারণ পথচারী কর্মজীবী মানুষ বৃষ্টিতে ভিজে ও জমে থাকা পানিতে কাপড় ভিজিয়ে ছুটে বেড়াচ্ছে কর্মস্থলেসহ নানা কাজে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর