রাজবাড়ী সদর উপজেলার খানখানপুর রেলওয়ে স্টেশনে বেনাপোন এক্সপ্রেস ও ভাঙ্গা কমিউটার ট্রেনের স্টপেজ দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় তারা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ১৫ মিনিট আটকে রাখে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় খানখানাপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে রাজবাড়ী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস খানখানাপুর এলাকায় আসলে ট্রেনের সামনে শতশত এলাকাবাসী অবস্থান নেয়। দ্রুত সময়ের মধ্যে খানখানপুর রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতি না করলে কঠোর আন্দোলনের ঘোষণা করেন স্থানীয়রা।
মানববন্ধনে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান সৌরভ, বাজার পরিষদের সভাপতি মামুনুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাকসুদুর রহমান শাওন, ঢাকাস্থ খানখানাপুর সমিতির যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসন, বজলুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা আতিক আল আলম বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএম