বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক শাহ নেওয়াজ প্রমুখ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএ