গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে পাথরবোঝাই একটি ট্রাক থেকে ২০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে দুই মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে সাদুল্লাপুর থানা পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেফতার মাদক কারবারির নাম নিজাম উদ্দিন (৪৬)। তিনি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কাটগিরা (শিলকুড়ি) গ্রামের ময়ান আলীর ছেলে।
অপরদিকে গ্রেফতার মিলন মিয়া (৩৬) ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কদমতলি (ইটাপাড়া) গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে।