বরিশাল বিভাগের ৭টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বরিশাল নগরেরসহ নদীর তীরবর্তি নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানান, পূনির্মার কারনে সাগর থেকে পানি আসছে। এছাড়াও টানা বৃষ্টি ও তিস্তার ঢলের কারনে পানি বেড়েছে।
বরিশালের কীর্তনখোলা নদী তীরবর্তী নগরী ও সদর উপজেলার নদীতীরবর্তী অধিকাংশ বাসিন্দা পানি বন্দি রয়েছে। এছাড়া বিষখালী নদীর ঝালকাঠি জেলা, বেতাগী উপজেলা, বরগুনা জেলা ও পাথরঘাটা উপজেলার নদীতীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। সুরমা-মেঘনা নদীর দৌলতখান ও তজুমদ্দিন উপজেলার নদীতীরসহ নিচু এলাকায় পানি উঠেছে। তেতুলিয়া নদীর ভোলা খেয়াঘাট এলাকা, বুড়িশ্বর নদীর মির্জাগঞ্জ উপজেলা, কচা নদীর উমেদপুর পয়েন্ট ও বলেশ্বর নদীর পিরোজপুর জেলার নদীতীরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানান, কীর্তনখোলা নদীর পানি বিপদসীমা ২ দশমিক ১০ সেন্টিমিটার হলেও ২ দশমিক ২০ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে বিষখালীর নদীর ঝালকাঠি পয়েন্টের পানির বিপদসীমা ১ দশমিক ৪০ সেন্টিমিটার। কিন্তু প্রবাহিত হচ্ছে ১ দশমিক ৫৪ সেন্টিমিটার উচ্চতা দিয়ে। বিষখালী নদীর বেতাগী পয়েন্টে প্রবাহিত হচ্ছে ১ দশমিক ৮৮ সেন্টিমিটার উচ্চতায়। এ পয়েন্টের বিপদসীমা ১ দশমিক ৬৮ সেন্টিমিটার।
একই নদীর বরগুনা পয়েন্টের বিপদসীমা ১ দশমিক ৯৭ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ২ দশমিক ১১ সেন্টিমিটার দিয়ে। পাথরঘাটা পয়েন্টে বিষখালী নদীর বিপদসীমা ১ দশমিক ৭৫ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ১ দশমিক ৯৫ সেন্টিমিটার উচ্চতায়। সুরমা-মেঘনা নদীর দৌলতখান পয়েন্টের বিপদসীমা ২ দশমিক ৭৫ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ৩ দশমিক ৪৯ সেন্টিমিটার দিয়ে। একই নদীর তজুমদ্দিন পয়েন্টের বিপদসীমা ২ দশমিক ২২ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ৩ দশমিক ১৪ সেন্টিমিটার।
তেতুলিয়া নদীর ভোলা খেয়াঘাট এলাকার বিপদসীমা ১ দশমিক ৯১ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ২ সেন্টিমিটার দিয়ে।
বুড়িশ্বর নদীর আমতলী পয়েন্টে বিপদসীমা ২.০৭ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ২ দশমিক ১০ সেন্টিমিটার দিয়ে। এ নদীর মির্জাগঞ্জ পয়েন্টের বিপদসীমা ১.৮০ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ১ দশমিক ৯২ সেন্টিমিটার উচ্চতায়। কচা নদীর উমেদপুর পয়েন্টের বিপদসীমা ১ দশমিক ৬৫ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ১ দশমিক ৮২ সেন্টিমিটার উচ্চতায়। বলেশ্বর নদীর পিরোজপুর পয়েন্টের বিপদসীমা ১ দশমিক ৪৯ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ১ দশমিক ৭১ সেন্টিমিটার উচ্চতায়।
বিডি প্রতিদিন/এএম