টানা ১৫ দিন পর বন্ধ করা হয়েছে রাঙামাটি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেট। একই সাথে বন্ধ করা হয়েছে কর্ণফুলী নদীতে পানি ছাড়া। সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয় জলবিদ্যুৎ কেন্দ্রের (স্পিলওয়ে) গেট।
রাঙামাটি কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের তথ্য সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি। আর পাহাড়ি ঢল। সবমিলে অস্বাভাবিকভাবে বৃদ্ধিপাই রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি। তাই কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করার আগে কিছু পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই গত ২৫ আগস্ট সকাল ৮টায় থেকে শুরু হয় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে পানি ছাড়া কার্যক্রম।
রাঙামাটি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, ১৫ দিন পর্যন্ত কর্ণপুলী নদীতে পানি ছাড়া হয়। যাতে কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা স্বাভাবিক থাকে। রাঙামাটি কাপ্তই হ্রদে পানি ১০৮ ফুট মিন সি লেভেল পর্যন্ত রেখে বাকি পানি নিষ্কাসন করা হয়েছে। এখন যেহেতু বৃষ্টিপাত কমে এসেছে। তাই পাহাড়ি ঢল নামার সম্ভাবনাও কমে গেছে। হ্রদে পানির উচ্চতা স্বাভাবিক আছে। তাই বন্ধ করা হয়েছে কেন্দ্রের গেট। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট সচল রয়েছে। বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২২০ মেগাওয়াট। এটা পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে।বিডি প্রতিদিন/এএ