বগুড়ার কাহালু উপজেলার রাণীরহাট দেওগ্রাম সড়কের বলধর এলাকায় ট্রাকের ধাক্কায় মাছ বহনকারী একটি ভ্যান উল্টে গিয়ে ভ্যান চালক আব্দুস সাত্তার (৬৫) নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭ টায় দুর্ঘটনায় নিহত আব্দুস সাস্তার উপজেলার ঢাকন্তা গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র।
বগুড়ার কাহালু থানা পুলিশ জানিয়েছেন, ঘটনার দিন নিজ গ্রাম থেকে আব্দুস সাত্তার মাছ ব্যবসায়ী মানিক মিয়ার মাছ নিয়ে সাবরুল বাজারের দিকে যাচ্ছিলেন। বলধর এলকায় পৌঁছলে সেখানে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক ধাক্কা দিলে ভ্যান থেকে ছিটকে পড়ে গিয়ে ভ্যান চালক ঘটনাস্থলেই মারা যান। এসময় স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়।
বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, এঘটনায় মামলা না করায় ঘটনাস্থল থেকেই লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম