খুলনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন সর্বস্তরের নাগরিক নেতৃবৃন্দ। আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, অবৈধ ফ্যাসিস্ট সরকারের গণহত্যাযজ্ঞে দলীয় বিবেচনায় মাঠ প্রশাসন সাজিয়ে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে বাধা দেয়ার কাজে সক্রিয় ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
আন্দোলন সমন্বয়ক সাংবাদিক নেতা মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও অ্যাড. মাহফুজুর রহমান মফিজের সঞ্চালনায় মানববন্ধনে খুলনার নাগরিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক ও উন্নয়ন কর্মীসহ বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, একসময়কার ছাত্রলীগ নেতা বর্তমান খুলনার ডিসি মোহাম্মদ সাইফুল ইসলামের হাতে ছাত্র-জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত নতুন বিজয় নিরাপদ নয়। অবিলম্বে তাকে প্রত্যাহার ও গণহত্যাকারী শেখ হাসিনাকে সহায়তা করার অপরাধে কঠোর শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে ৯ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে খুলনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেয় সরকার।
বিডি প্রতিদিন/জামশেদ