গাজীপুরের কাপাসিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস সড়কের পাশে একটি বসতঘরে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এতে বাসের চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার টোক ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ হলেন মিনা বেগম (৬০) কাপাসিয়ার টোক ইউনিয়নের চেওরাইদ গ্রামের শুক্কুর আলীর স্ত্রী।
এলাকাবাসী জানান, একটি যাত্রীবাহী বাস কাপাসিয়া থেকে টোকের দিকে যাচ্ছিল। বাসটি চেওরাইদ এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে শুক্কুর আলীর টিনের বাড়ির টিনের বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় উঠানে থাকা মিনা বেগম বাসটির চাপায় ঘটনাস্থলে মারা যান।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন বলেন, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এ সময় এক নারীকে বাসটি চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। বাড়ীর একটি ঘর ও আসবাবপত্র ভেঙ্গে গেছে। বাসটি আটক করা হয়েছে কিন্তু চালক পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/এএম