একাত্তরের এই দিনে কুড়িগ্রাম জেলা হানাদারমুক্ত ঘোষণা করা হয়। সেদিন মুক্তিযোদ্ধাদের দখলে কুড়িগ্রামকে নিলে পাকসেনারা পিছু হটতে বাধ্য হয়। মুক্ত হয় কুড়িগ্রাম। শুক্রবার এ দিবসটি ঘিরে জেলায় বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় মুক্তিযোদ্ধাগণ। এ উপলক্ষে শুক্রবার দুপুরে সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামন থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভে এসে মিলিত হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠন ও মুক্তিযোদ্ধাগণ স্বাধীনতার বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে।
শেষে এক আলোচনা সভায় সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাতেনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়। এসময় বীরপ্রতীক আব্দুল হাই সরকার, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাগণ ও অতিথিবৃন্দ মুক্তিযুদ্ধে অংশগ্রহণসহ সে সময়কার অবদানের ইতিহাসসহ কুড়িগ্রামকে হানাদার মুক্ত করার স্মৃতি তুলে ধরেন।
বিডি প্রতিদিন/এএ