বোনাসের দাবিতে কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে রংপুর সিটি কর্পোরেশনের অস্থায়ী কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে রংপুর সিটি করপোরেশন মিলনায়তনে প্রশাসকের সাথে কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়। এতে অস্থায়ী কর্মচারীদের বোনাস প্রদানে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
ঈদে বোনাস হচ্ছে না এমন খবর ছড়িয়ে পড়লে সিটি করপোরেশনের প্রত্যেক বিভাগের অস্থায়ী কর্মচারীরা কক্ষে তালা মেরে সিটি করপোরেশন প্রাঙ্গনে নেমে এসে বিক্ষোভ করতে থাকে। ঈদের আগে বোনাস প্রদানে তারা স্লোগান দিতে থাকে। কর্মচারীদের বিক্ষোভের কারণে সেবা নিতে আসা নাগরিকরা বিপাকে পড়েন।
কর্মচারীরা জানান, সিটি করপোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অস্থায়ী কর্মচারীদের বোনাস প্রদানের কথা জানিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার প্রশাসক জানিয়ে দিয়েছেন নিয়ম না থাকায় বোনাস পাবে না অস্থয়ী কর্মচারীরা।
এ ব্যাপারে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, আমরা অস্থায়ী কর্মচারীদের দাবি মেনে নিয়েছি। তাদের ফাইল স্বাক্ষর হয়েছে। এখন চেক দেয়াটা বাকি রয়েছি।
বিডি প্রতিদিন/নাজমুল