চট্টগ্রামের ফটিকছড়িতে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় বিলকিস আক্তার (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) উপজেলার নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের কোরবান আলী হাজী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিলকিস আক্তার ওই এলাকার প্রবাসী মো. আব্বাসের স্ত্রী।
জানা যায়, প্রায় এক বছর পূর্বে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তিন মাস আগে ওই গৃহবধূর মা মারা যান। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন বিলকিস।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল হক বলেন, খবর পেয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল