ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, খেলাধুলার মতো এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিস্ শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পরিপূরক। এটা ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, চরিত্র গঠন এবং নেতৃত্বদানের মতো নানাবিধ ভালো গুণাবলি অর্জনে ভূমিকা রাখে। এছাড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং মেধা বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিস্ একান্তভাবে জরুরি। তাই আমি মনে করি, আমাদের শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে মেধা, মনন এবং দেহের পরিপূর্ণ বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে সম্পৃক্ত হয়ে সৎ গুণাবলি অর্জন করবে।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামের সম্মুখ মাঠে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
এই আন্তঃহল ভলিবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ড. ফজলুর রহমান খান হল, ড. কুদরত-ই-খুদা হল, শহীদ মুক্তিযোদ্ধা হল, কাজী নজরুল ইসলাম হল, শহীদ তাজউদ্দীন আহমদ হল ও বিজয় ২৪ হলের ১০টি দল অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/এএ