যশোর শহরের বকুলতলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টির নেতা নূরুজ্জামান, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল্লাহ’র পিতা আব্দুল জব্বার, জুলাই যোদ্ধা মাসুম বিল্লাহ, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান এবং যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করা হবে। ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণে যৌথভাবে কাজ করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত বিভাগ। স্মৃতিস্তম্ভটির জন্য বরাদ্দ করা হয়েছে ১৪ লাখ টাকা। এর উচ্চতা হবে ১৮ ফুট এবং প্রস্থ ৬ ফুট। স্তম্ভটির বিভিন্ন অংশে খোদাই করা থাকবে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজপথে উচ্চারিত উদ্দীপনামূলক শ্লোগানসমূহ।
বিডি প্রতিদিন/জামশেদ