শুক্রবার, ৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ইঁদুরছানার ধোঁকা

কবির কাঞ্চন

সকাল সকাল খোকন সোনার

দাঁত পড়েছে তিনটা

কোথায় গেলে ইঁদুর পাবে

করছে সে তা চিন্তা।

 

রক্ত দেখে খোকার মায়ের

যায় ফেটে যায় বুকটা

খোকা দেখে তার ব্যথাতে

ফ্যাকাশে মা’র মুখটা।

 

হেসে ওঠে খোকা বলে

হয়নি আমার কিছু

ছুটছি নতুন দাঁতের জন্য

ইঁদুরছানার পিছু।

 

মিষ্টি হেসে খোকার মায়ে

বলেন ওরে খোকা

ইঁদুরছানা দাঁত দেবে না

দেবে শুধু ধোঁকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর